দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ক্যাম্পাসের নিরাপত্তার অংশ হিসেবে দুর্যোগের নিরাপত্তা বিষয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প এবং দুর্যোগকালীন শিক্ষার্থীদের করণীয় বিষয়ে এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মহড়া পরিচালিত হয়।
এতে কলেজের বিএনসিসি ক্লাব, গার্ল গাইডস এবং রোভার স্কাউট ক্লাব অংশগ্রহণ করে। মহড়ায় শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল শেখানো হয়।
মহড়ায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী। এ সময় তিনি শিক্ষার্থীদের আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সর্তকতা সঙ্গে সেটি নির্বাপণে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সুষ্ঠুভাবে মহড়া আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।