বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ৬ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে যে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার দাবি, ছাত্রলীগের অভ্যন্তরীন দ্বন্দ্বের জেরে ‘কোপাকুপি’ করেছে কিশোর গ্যাং। এই ঘটনায় ধারালো দেশীয় অস্ত্র দাসহ একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ কর্মী সিয়াম দৈনিক শিক্ষাডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সঙ্গে ছাত্রলীগ কর্মী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এইচ এম রিশাদ মাহামুদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। রিশাদের সহচরদের সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের রাজনীতি করতে নিষেধ করছিলো টিপু। কয়েকদিন আগে হৃদয় নামে এক ছাত্রলীগ কর্মীকে মারধরও করেছিলো টিপু। এসব নিয়ে দ্বন্দ্বে টিপু তার দলবল নিয়ে ধারালো অস্ত্র নিয়ে রিশাদসহ ৬ জনের ওপর হামলা করে।
তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রিশাদসহ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ইংরেজী বিভাগের ছাত্র ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মারুফ, ইমন, সোহান, এভ্রিল ও খালিদ গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাহাদাৎ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আহতদের মধ্যে রিশাদ মাহামুদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, কিশোর গ্যাং আব্বা গ্রুপের সদস্য রিশাদ। তার গ্রুপের সঙ্গে ছাত্রলীগেরই অপর একটি গ্রুপ সাদের কোপাকুপি হয়েছে বলে শুনেছি। রিশাদের সঙ্গে যাদের কোপাকুপি হয়েছে তারা প্রভাবশালী হওয়ায় রিশাদের অনুসারীরা আমার নাম জড়াচ্ছে এই ঘটনায় শুধু শুধু। আমি কোনো কিছুই জানি না বা সম্পৃক্ত নই এই ঘটনায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, স্থানীয় দ্বন্দ্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা নাজিম মাহমুদ রাফি নামে একজনকে ধারালো দাসহ আটক করেছি। তাছাড়া এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।