জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা গুরুতর আহত হয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। একইসঙ্গে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হবে।
বৃহস্পতিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির দেয়া তালিকা অনুযায়ী, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯৭, ৬৬, ৬৬তম ব্যাচের জোবায়ের হোসাইন, নুরুল আমীন রিফাত, নাজমুল মাহমুদ। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী তারেক শাহরিয়ার। ইংরেজি সাহিত্য বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান। পলি বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. হাবিব শেখ ও সমাজকর্ম বিভাগের ২১তম শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন আহত হয়েছেন।