আন্দোলনে হ*ত্যা: নীরব তদন্তে জাতিসংঘের অনুসন্ধানী দল

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

গণ-অভ্যুত্থানের আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে ঢাকা অবস্থান করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। নীরবে তদন্ত চালিয়ে তথ্যানুসন্ধানে কাজ চলছে দলটি। এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো কাজ শেষ করতে পারেনি দলটি। অনুসন্ধান শেষ করতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও দলটির তথ্যানুসন্ধান শেষ হলেও পরবর্তীতে আরও একাধিক টিম আসতে পারে বলেও ধারণা তাদের।

বাংলাদেশের জাতিসংঘ অফিসের মুখপাত্র আনাহিতা আহমেদ  বলেন, তারা জেনেভা থেকে এসেছেন। প্রথমে একটা মিশন এসেছিল, যেটাকে স্কোপি মিশন বলে। তাদের কাজ ছিল কাজের পরিধি, এটা ম্যাপ করে গেছে। এখন যারা এসেছে, তারা মূলত এসেছে তদন্ত করতে। সব তথ্য সংগ্রহ করে সেটা লিপিবদ্ধ করতে। তাদের মধ্যে থেকে কয়েকজন চলে গেছেন আবার, কয়েকজন থাকছেন; কাজের পরিধি এবং ডিম্যান্ড অনুযায়ী তারা আছেন। তারা কতদিন কাজ করবেন, সেটা এখনই বলা যাচ্ছে না। যেহেতু এখনও তদন্ত চলছে। তদন্তে কেস যত জমা পড়বে অথবা অভিযোগ বা তথ্য যত জমা পড়বে, তার উপর ওপর নির্ভর করছে যে তারা কতদিন থাকবে। এভাবেই কাজ চলছে।

তিনি বলেন, তারা খুব গোপনীয়তা বজায় রেখে কাজ করছেন। যাদের সঙ্গে কাজ করছেন যাদের সম্পর্কে অভিযোগ বা তথ্য পাচ্ছেন তাদের ছাড়া তারা কারোর সাথে কোন যোগাযোগ করছেন না। খুব গোপনীয়তা বজায় রেখে কাজ করছেন, যাতে তারা নিরপেক্ষ থাকতে পারেন এবং তাদের কাজে যেন কোন বাধা না পড়ে।

বর্তমানে কতজনের তদন্ত দল দেশে কাজ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা জানি না। আমরা যারা জাতিসংঘের সমন্বয়কারী অফিসে বসি, আমাদের কারোর সাথে তাদের কোন যোগাযোগ নেই।

বর্তমানে তথ্যানুসন্ধানকারী দলের কাজ শেষ হলে অন্য কোন দল আবার আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে তথ্যের অনেক লেয়ার আছে। সরকার একটা তথ্য বলছে। সমন্বয়কারীরা আরেকটা তথ্য বলছে। এই তথ্য যাচাইবাছাই করার পর এটা বুঝতে হবে। আপনি যদি বিশ্বের অন্যান্য অনুসন্ধানগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন কোনকিছুই কিন্তু একটা মিশনে সম্পন্ন হয়নি। সব মিশনেই ভলিউম-১, ভলিউম-২ এভাবে আছে। তাই এটা তাদের কাজের উপর নির্ভর করে। যদি তারা কাজ শেষ করতে পারে, তাহলে একটা মিশনেই হয়ে যাবে। আর যদি কাজ শেষ করতে না পারে, আর তারা যে অনুমান করেছিল তারচেয়ে বেশি অভিযোগ পায়, তাহলে হয়তো তারা আরও মিশন করতে হতে পারে। কবে নাগাদ অনুসন্ধান শেষ হতে পারে সেটার বিষয়েও নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তারা বলেছেন, আপনারা এই এড্রেসে অভিযোগ জমা দেন, তথ্য জমা দেন। তাদের দেয়া এই তথ্যটা আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে গেছে কিনা, বা এখন পর্যন্ত যাচ্ছে কিনা? ঢাকায় বসে একটা মানুষের অভিযোগ বা তথ্য দেয়া যতটা সহজ, একটা প্রত্যন্ত অঞ্চল বা জেলা শহরে বসে কি এতোটা সহজ? সবকিছুই তথ্য সংগ্রহের ওপর নির্ভর করছে।

জাতিসংঘ দলের কর্মপরিধি সম্পর্কে জানা গেছে, তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে জাতিসংঘের দল তদন্ত শুরু করে। ওই দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এর মধ্য দিয়ে প্রতিনিধিদলের কার্যক্রম শুরু হয়।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা ঢাবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি - dainik shiksha ঢাবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ ই-রিকুইজিশনের সংশোধন অপশন চালু - dainik shiksha ই-রিকুইজিশনের সংশোধন অপশন চালু এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার ৯২৩ শিক্ষক - dainik shiksha উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার ৯২৩ শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002748966217041