এটা আবারও প্রমানিত হলো যে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি পছন্দ করেন না এবং কেহই জবাবদিহির উর্ধ্বে নয়।
১৯৫৫ সালে দক্ষিণ কোরিয়া পাকিস্তানের চেয়ে দরিদ্র ছিল। ১৯৬২ সালের ২৪ মার্চ জেনারেল পারক চুং হি ক্ষমতা গ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালের ২৬ অক্টোবর পর্যন্ত দেশ শাসন করেন। তাঁর অগ্রাধিকার
ছিল দুর্নীতিমুক্ত দেশ গড়া। তাই আজ দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম উন্নত দেশ। এখন দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ( পিপিপি) ৫৯,৩৩০ মার্কিন ডলার।
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ভালো করতে হলে অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ যে দু'টি কাজ করতে হবে --
১. শক্ত হাতে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি।
২. বাংলাদেশ সিভিল সার্ভিসটাকে সঠিক ট্র্যাকে আনা। সিভিল সার্ভিসটাকে একেবারে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। এ কাজটি কাকাসুমারা করেছে। মেধাভিত্তিক সৎ, দক্ষ, যোগ্য ও পেশাদার সিভিল সার্ভিস ছাড়া কোনো দেশ ভালোভাবে চলতে পারে না। সিভিল সার্ভিসটাকে এতোটাই বেতাল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে, এটা ঠিক করা সত্যিই কঠিন!
অন্তবর্তীকালীন সরকারের জন্য শুভকামনা।
লেখক: একেএম আবদুল আউয়াল মজুমদার, সাবেক সচিব, লেখক, গবেষক, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য।