দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: কিংবদন্তি সাংবাদিক ও কলামিস্ট, অমর একুশের গানের রচয়িতা প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদের ব্যানারে রাজধানীর শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব সৈয়দ সামাদুল হক।
এ সময় রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিরা জড়ো হয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বাঙালি’র অন্যতম সূর্য সন্তান আবদুল গাফফার চৌধুরীকে।
এতে স্বারক বক্তৃতা করেন রাজনীতিবিদ, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার, আলোচক ছিলেন আবেদ খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, লেখক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, প্রায়াত গাফফার চৌধুরীর বন্ধু গোলাম ফরিদ উদ্দিন আখতার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অধ্যাপক মুনতাসীর মামুন, অভিনেতা, নাট্যকার পীযুষ বন্দোপাধ্যায়, সংসদ সদস্য আরমা দত্ত।