বরগুনার আমতলী উপজেলায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালি ও আলোচনা সভা করা।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম বাহাদুর শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগ সহসভাপতি কাইউম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ফকির, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম বিশ্বাস, আশিকুর রহমান আসলাম, লিংকন খাঁন, রুবেল গাজী ও পারভেজ খানসহ অনেকে।
অপরদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদযাপন করা হয়।