প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনই আওয়ামী লীগের একদফা বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর বায়তুল মোকররম মসজিদের দক্ষিণ পাশে অনুষ্ঠিত দলটির শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন। আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন। বিএনপির খবর জানেন, তাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না। বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তারা শেখ হাসিনাকে হিংসা করে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তায় ভয় পাচ্ছে বিএনপি। গোপীবাগে বিএনপি অনেক স্বপ্ন নিয়ে সমাবেশ করেছিলো। নয়া পল্টনের কাদাপানিতে নতুন স্বপ্ন আটকে আছে। বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাটের বিরুদ্ধে আওয়ামী লীগ লড়ে যাবে।
বিএনপি নেতাদের হুসিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করলে তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশ কোনো অপশক্তির কাছে আপোস করবে না।
বিএনপিকে মোকাবেলায় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান কাদের।