আমার পকেটে আহলে হাদীসের ২ কোটি ভোট : রহমতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। জাতীয় সংসদে তিনি দাবি করেছেন, তাঁর পকেটে এই সংগঠনের ২ কোটি ভোট। একই সঙ্গে জাতীয় সংসদে আহলে হাদীসের প্রায় ৩০ জন এমপি রয়েছেন বলেও জানান তিনি। যদিও অনেকে পরিচয় দেন না বলে উল্লেখ করেন রহমতুল্লাহ।

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ।

আহলে হাদীসের প্রধান উপদেষ্টা দাবি করে রহমতুল্লাহ বলেন, ‘আমাকে সভাপতি করতে চেয়েছিল। আমার অফিসে বসে, আমি কমিটি বানিয়ে দেই। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। এরা কোনো দিন জামায়াত করে না। আহলে হাদিস হলো একমাত্র আমি যেদিকে যাব সেদিকে থাকবে।’ 

এ সময় রহমতুল্লাহ দাবি করেন, ‘এখানেও (সংসদে) আহলে হাদীসের প্রায় ৩০ জন এমপি আছে। কিন্তু পরিচয় দেয় না।’ 

একটি পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এক-এগারোর পরে কারা পালিয়েছিল মানুষ জানে। ফখরুল সাহেব তুমি তো ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দিতে চাও। রহমতুল্লাহর পকেটে ২ কোটি ভোট। সারা বাংলাদেশে আহলে হাদীসের ২ কোটি ভোট।’ 

রহমতুল্লাহ বলেন, ‘ওয়ান ইলেভেনের সময়, আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তখন আমেরিকা থেকে লন্ডনে এসেছেন। আমি ইতালি থেকে লন্ডনে আসি। রিজেন্ট পার্কে একটি ফ্ল্যাটে উঠেছেন। আমাকে খবর পাঠিয়েছেন। আমাকে বললেন, রহমতুল্লাহ, ঢাকায় তো মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া), আজম (মির্জা আজম), নানক (জাহাঙ্গীর কবির নানক) নাই। আপনি না গেলে সাহারা (প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন) কি কোনো লোক জোগাড় করতে পারবে? যেহেতু আমি সৎলোক। এলাকার সব রাস্তাঘাট করে দিয়েছি। উন্নয়ন করেছি। আমি এসে ক্যামনে ক্যামনে ২ লাখ লোক জোগাড় করে ফেললাম। তারপর আপাকে রিসিপশন দিলাম। আপা বললেন, এত লোক কেমনে জোগাড় করলেন। আমি বলেছিলাম, আমি পারি।’ 

আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘অনেকে প্রশ্ন করেন আপনাকে মিনিস্টার করলেন না কেন? আমাকে মেয়র সেধেছেন। মিনিস্টার করতে চেয়েছেন।’ 

গতকাল সোমবারই একই ধরনের বক্তব্য দিয়েছেন এমপি রহমতুল্লাহ। আজ তাঁর বক্তব্যের এ পর্যায়ে স্পিকার বলেন, ‘আপনার পয়েন্ট অব অর্ডারটা কী?’ কিন্তু তিনি সেভাবে স্পষ্ট কিছু না বলে বলতে থাকেন, ‘দৈনিক প্রতিদিন—এখানে ফখরুল বলেছেন, এক–এগারোর পর কারা পালিয়েছিল। মানুষ জানে। এটা মিন করছে আমাদের আরকি। আমি পেপারটা আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি পড়লে বুঝতে পারবেন।’ এই বলেই বক্তব্য শেষ করে বসে পড়েন রহমতুল্লাহ।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা - dainik shiksha শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য - dainik shiksha মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য - dainik shiksha ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.014771938323975