বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমেনীন মুক্তা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমেনীন মুক্তা বগুড়া বিএড কলেজ, বগুড়া বিপিএড কলেজ ও বগুড়া লাইব্রেরি সায়েন্স অ্যান্ড টেকনোলোজি কলেজের প্রতিষ্ঠাতা।
তিন কলেজের প্রতিষ্ঠাতা এ বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিস্তারে অনেক অবদান রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের (বিটিটিএ) পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিটিটিএর নেতারা।
বিটিটিএর পক্ষ থেকে শোক জানিয়েছেন সভাপতি ও সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও চাঁদপুরের হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ সালাহ উদ্দীন, উপদেষ্টা ও খুলনার পাইকগাছা আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম কাগজী, সহসভাপতি ও ঢাকার আজিমপুরের মহানগর টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ আবদুল হাকিম, কোষাধ্যক্ষ ও যশোরের পালবাড়ী শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শামসুল হক, বরিশালের কলেজ অব এডুকেশন বিএডের অধ্যক্ষ লথিফুননেছা, যশোরের মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, জয়পুরহাট বিএড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, পিরোজপুরের মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ, বগুড়া বিএড কলেজের অধ্যক্ষ রাজু আহমদ, পটুয়াখালীর দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজের অধ্যক্ষ মাবুদ আহমেদ, চট্টগ্রামের পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ফারজানা আহমেদ, বাগেরহাটের মোড়েলগঞ্জের ড. মিয়া আব্বাস উদ্দীন টি টি কলেজের অধ্যক্ষ লুৎফা খানম, যশোরের উপশহর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ ও এ জি একাডেমির অধ্যক্ষ আনিসুর রহমান।