সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে। ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে মোট এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। আর আগামী বছর ফের শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)' নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি। ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সচিবালয়ে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।
তিনি আরও বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগামী ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।
এসময় ইরাবের রাকিব উদ্দিন, বিভাষ বাড়ৈ, নূরুজামান মামুন, নাজিউর রহমান সোহেল ও রাহুল শর্মাসহ অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।