দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : জানুয়ারি মাসে এমপিওভুক্ত হয়েছেন বিভিন্ন বেসরকারি মাদরাসার ৮৩৬ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ৩৪২ জন শিক্ষক ও ৪৯৪ জন কর্মচারী রয়েছেন। এছাড়া ৪১১ জন শিক্ষক প্রভাষক পদোন্নতি পেয়েছেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সদস্য সচিব ও অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, জানুয়ারি মাসের এমপিওর আবেদন যাচাই বাছাই করে ৮৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ৩৪২ জন শিক্ষক ও কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯৪ জন কর্মচারী রয়েছেন।
অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক শিক্ষাডটকমকে জানান, চলতি মাসে এমপিও সংক্রান্ত পাঁচ সহস্রাধিক আবেদন পাওয়া গিয়েছিলো। তার মধ্যে ৩ হাজার ৭৯৫টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ৪১১ জন প্রভাষককে পদোন্নতি দেয়া হয়েছে।
বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৬ হাজার ৯৫৯ জন শিক্ষক ও ৪০ হাজার ২৯৮ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন।
শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাড় করা হবে বলে আশা প্রকাশ করেছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।