১৯৯৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এমপিও ভুক্ত কলেজটি প্রয়াত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের সহধর্মিণী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এইচ.এস.সি (সাধারণ ও বি.এম), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি (পাস),তিনটি বিষয়ে প্রফেশনাল অনার্স সহ মোট ১৪টি বিষয়ে অনার্স, এমবিএ প্রফেশনাল সহ মোট ছয়টি বিষয়ে মাস্টার্স, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচ.এস.সি ও ডিগ্রি কোর্স সমূহে প্রায় ১৩০০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
আবেদনের নিয়মাবলিঃ-
Online এর মাধ্যমে আবেদন ফরম পূরণের নিয়মাবলি। www.nu.ac.bd/admissions লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যছক পূরণ করে কলেজের নামের স্থানে Alhaz Mockbul Hossain University' College (College code-6486) পছন্দ দিয়ে আবেদন ফরমপূরণ করে প্রিন্ট/Pdf কপি সংরক্ষণ করতে হবে।
১। ফরম পূরণ করার সময় মোবাইল নম্বরের স্থানে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
২। প্রাথমিক আবেদন ফরম জমা দেয়ার শেষ তারিখ ৮ মে ২০২৩।
৩। প্রাথমি আবেদন ফরম পরবর্তী প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে এজন্য যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে।
কলেজ অভ্যন্তরে ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত কলেজের ভর্তি তথ্য কেন্দ্র থেকে অনলাইনে ফ্রি আবেদন ফরম পূরণ ও ডাউনলোড এর সু ব্যবস্থা আছে।
অনার্সের বিষয়সমূহ
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- অর্থনীতি
- সমাজকর্ম
- রাষ্ট্রবিজ্ঞান
- গণিত
- বাংলা
- ইংরেজি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- সমাজবিজ্ঞান
- মনোবিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ
যোগাযোগ- ০১৭৮৮-৮৮৫৯৬৬, ০১৩০৯-১০৮২৫২, ০১৭২১-৬২৩২৩৪.