ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ৬৬

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এইচএসসির চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় সারাদেশে ৬৬ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ৬৫ জন পরীক্ষার্থীর ও ১ জন শিক্ষক। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী রোববার (২৭ আগস্ট) থেকে শুরু হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্য ঢাকা বোর্ডে ৭ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডের ১২ জন, দিনাজপুর বোর্ডে ১৩ জন, কুমিল্লা বোর্ডের ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন ও যশোর বোর্ডের ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর ময়মনসিংহ বোর্ডে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। 

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। চতুর্থ দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৯০ হাজার ৩০ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৬০৫ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন। 

জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৯০ জন, কুমিল্লা বোর্ডের ৬৯৮ জন, যশোর বোর্ডের ৮৬৯ জন, সিলেট বোর্ডের ৫৬১ জন, বরিশাল বোর্ডের ৫১৮ জন, দিনাজপুর বোর্ডের ৯৭২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

আগামী রোববার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এদিন আলিমের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। রোববার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0026381015777588