দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দেশের সর্বস্তরে নারী-পুরুষের সমতার কথা বলা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কর্মরত নারী শিক্ষকদের হার খুবই নাজুক। বর্তমানে দেশে পুরুষ শিক্ষকের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ, আর নারী শিক্ষকের হার ২৮ দশমিক ২২ শতাংশ।
দেশের সর্বস্তরে নারী-পুরুষের সমতার কথা বলা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কর্মরত নারী শিক্ষকদের হার খুবই নাজুক। বর্তমানে দেশে পুরুষ শিক্ষকের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ, আর নারী শিক্ষকের হার ২৮ দশমিক ২২ শতাংশ।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।
প্রতিবেদনে দেখা যায়, সার্বিকভাবে দেশে পুরুষের হার বেশি হলেও ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে নারী শিক্ষকের হারই বেশি। বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে নারী শিক্ষকের হার ৭২ দশমিক ৫৫ শতাংশ। বিপরীতে পুরুষ শিক্ষকের হার মাত্র ২৭ দশমিক ৪৫ শতাংশ।
ব্যানবেইস বলছে, দেশে বর্তমানে ১২৩টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৫ হাজার ৮৭৩ জন শিক্ষকের মধ্যে ৪ হাজার ২৬১ জনই নারী।