সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নারী বিশ্বকাপে আজ তাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ স্টেডিয়ামে সেই লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ড আগে ব্যাট করবে।
বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে খেলবে আজকে। সোবহানা মুশতারির জায়গায় দিলারা আক্তারকে নেয়া হয়েছে একাদশে। ইংল্যান্ড খেলবে চার স্পিনার নিয়ে।
দারুণ এক গ্রীষ্ম কাটিয়ে বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড। পাকিস্তানকে ধবলধোলাই করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। তবে লঙ্কা সিরিজে অঘটনের এক হারও দেখেছে ইংলিশ নারীরা। আরব আমিরাতে গা-গরমের ম্যাচে সহজে হারিয়েছে কিউইদের।
ইংল্যান্ডের নারীরা ব্যাটে-বলে বিশ্বকাপের শক্তিশালী দল। তবে লড়াই যে বাংলাদেশের বোলিং বনাম ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের হবে, তা বলার অপেক্ষা রাখে না। পাঁচ স্পিনারের দল বাংলাদেশ। আছেন নাহিদা আক্তারের মতো ১০০ উইকেট নেওয়া বাঁহাতি। লেগস্পিনার ফাহিমা আক্তারের আছে টি২০তে হ্যাটট্রিকের কীর্তি। রিতু মনি-রাবেয়া খাতুনরা ঘূর্ণিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। প্রতিপক্ষ সমীহ করতে বাধ্য হয় ১৯ বছরের পেসার মারুফা আক্তারকে।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১৬ রানের দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল, আইসিসির এ টুর্নামেন্টে ১০ বছর পর যা বাংলাদেশের প্রথম। প্রথম ম্যাচের জয়ের কারণে আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লাল-সবুজের দল। লক্ষ্য ইংলিশদের বিপক্ষে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।