পাবনার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসর (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে প্রধান অতিথির ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন এতে সভাপতিত্ব করেন।
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জনানো হয়, প্রতিবারের ন্যায় এবারও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশনের আয়োজন করেছে। এই প্রাণবন্ত সেশনটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের সংযোগ, নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করা এবং আলোচনা করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারেরা বিভাগের একাডেমিক এবং পাঠ্যক্রমিক কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তাদের অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সেশনে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
এছাড়া ও সেশনে অসামান্য গবেষণা, একাডেমিক শ্রেষ্ঠত্ব, সর্বাধিক উপস্থিতি এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে কৃতিত্ব রাখার জন্য শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের সম্মাননা সনদ দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী। সেশনটিতে অংশগ্রহণ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন। সেশনটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রায় ও প্রভাষক হোসনে আরা বেগম।