ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর আয়োজনে প্রজেক্ট বেজড্ লার্নিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্যাম্পাসের ১ ও ২ নং ভবনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনীতে ইঞ্জিনিয়ারিংয়ের ৪টি ও বিজনেসসহ মোট ৫টি বিভাগ অংশগ্রহণ করে। সকালে ১ নং ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগ, এবং ২ নং ভবনের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাপ্রসূত প্রদর্শনী পরিদর্শন করেন ইউজিভির উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী।
তারা বলেন, শিক্ষার্থীরা কেবল বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকে না, বরং হাতে-কলমে কাজ করার দক্ষতা অর্জন করে। এতে তারা দলগত কাজে সম্পৃক্ত হতে শেখে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং সমাধানমুখী চিস্তাধারার বিকাশ ঘটে। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশে সাহায্য করে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার পথে এগিয়ে নিয় যায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম সালেহ্ আহম্মেদ সালেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রাজ্জাক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রোবায়েত বিন আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদ আলম, রেজিস্ট্রার প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার রবীন চন্দ্র রায়সহ শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।