দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : ইউনিক আইডি দিতে নতুন শিক্ষাবর্ষের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য আগামী ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প। এসময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ইউনিক আইডির জন্য প্রস্তুত করা সফটওয়্যারে এন্ট্রির ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
সোমবার এ নির্দেশনা দিয়ে প্রকল্প থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
ইউনিক আইডির তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কয়েকদফা নির্দেশনা দেয়া হয়েছে। প্রকল্প জানিয়েছে, তথ্য হালনাগাদ করার জন্য নির্ধারিত লিংকে (www.crvs.dpe.gov.bd) প্রবেশ করে সফটওয়্যারে লগইন করতে হবে। নিবন্ধিত বা অনিবন্ধিত তালিকাতে গিয়ে ডানপাশে তীর চিহ্নতে ক্লিক করলে সম্পাদন অপশন পাওয়া যাবে।
সম্পাদনে ক্লিক করে পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করতে হবে। নতুন বছরের শ্রেণির নাম, রোল, শাখাসহ কোনো ফিল্ডে আপডেট প্রয়োজন হলে তা পরিবর্তন করে তিন ধাপের কাজ শেষ করে সেভ দিতে হবে।
হালনাগাদ করা হয়ে গেলে আগের মতো সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে। সবশেষে উপজেলা শিক্ষা অফিসার চূড়ান্ত অনুমোদন করলে তথ্য আপডেট কার্যক্রম শেষ হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।