ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজে কোটা সংস্কারের পক্ষের ছাত্রী পরিচয়ে বিভিন্ন কক্ষের মালামাল লুট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সাধারণ ছাত্রী পরিচয়ে ইডেন কলেজে হকিস্টিক, কিরিচ ও চাপাতি হাতে বিভিন্ন কক্ষে হামলা চালাতে দেখা গেছে কয়েকজনকে। তাদের মুখ ঢাকা ছিলো। ইডেনের কমপক্ষে ২৫টি কক্ষের মালামাল ভাঙচুর ও লুট করেছে। জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। হল ত্যাগের নির্দেশ পাওয়ার পর যারা নিজ নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করছেন তাদেরকেও আটকে রাখা হয়েছে।
বলা হচ্ছে হলে থাকতে হবে। কোটা আন্দোলনের পক্ষে মিছিল করতে হবে। আজ বুধবার সকাল থেকে এমন অঘটন ঘটাচ্ছেন সাধারণ ছাত্রীদের একাংশ। নিজ নিজ শিক্ষকদের সামনেই এগুলো করছেন তারা। কোনো কোনো শিক্ষকের সঙ্গেও ইডেন কলেজের ছাত্রীরা খারাপ ব্যবহার করছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদেরকে আতঙ্কিত দেখা গেছে।বোরকা পরে হল থেকে বের হওয়ার সময় বদরুন্নেসা কলেজের ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে কানে ধরিয়ে সেই ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে হল থেকে গভীর রাতে বোরকা পরে হল ছেড়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে।