দৈনিকশিক্ষা প্রতিবেদক: ফেসবুকে ছাত্রলীগের এক নেত্রীকে দায়ী করে ‘আত্মহত্যার’ স্ট্যাটাস দিয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ৷ শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। অভিযুক্ত নেত্রী ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম।
স্ট্যাটাসে সুস্মিতা লেখেন, ‘আমার মৃত্যুর জন্য ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম দায়ী।’ তবে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে তিনি স্ট্যাটাস ডিলিট করে দেন।
এ বিষয়ে নুরজাহান খানম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তার সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমার। আজকে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তবে তার সঙ্গে আমার তেমন কোনো ঝামেলা হয়নি। কেন তিনি এমন স্ট্যাটাস দিলেন, আমি জানি না।’
আরেক সহ-সভাপতি সোনালি আক্তার বলেন, ‘আমি এই বিষয়ে জানি না। হয়তো ভুল করে স্ট্যাটাস দিয়েছেন উনি।’
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে কল দিলে তিনি সংযোগ কেটে দেন। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফোনে পাওয়া যায়নি।