দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মাস উপলক্ষে ইডেন মহিলা কলেজে র্যালি ও আলোচনা আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। ইডেন কলেজ ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসি বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনোয়ার খান মেডিক্যালের অধ্যাপক সেহেরীন এফ সিদ্দিকা। সম্মানিত অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আয়েশা বেগম ও অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, উপাধ্যক্ষ মমতাজ শাহানারা এবং ইডেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সুফিয়া আক্তার।
সকাল দশটায় কয়েক হাজার ছাত্রী ও শিক্ষকের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে র্যালি বের হয়। ছাত্রীরা ডাক্তারদের কাছ থেকে ভ্যাকসিনসহ নানা বিষয় শুনতে ও জানতে পারেন।
এক প্রতিক্রিয়ায় ইডেনের বাংলা বিভাগের চতুর্থবর্ষের ছাত্রী তানিয়া তাবাসসুম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিজেদের কলেজ ক্যাম্পাসে আলোচনাটি অনুষ্ঠিত হওয়ায় এবং নারী ডাক্তারদের কাছে পাওয়ায় সচেতনতামূলক অনেক তথ্য জানতে পেরেছি। এমন র্যালি ও আলোচনা বছরে একাধিকবার অনুষ্ঠিত হওয়া উচিত। এমন কার্যকরি আলোচনা করার জন্য আমাদের কলেজ ও আনোয়ার খান মেডিক্যাল কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) বলছে, বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ ২৮ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে মৃত্যুবরণ করেন দুই লাখ ৬৬ হাজার। বাংলাদেশে এই রোগে আক্রান্ত নারীর হার ১৯ দশমিক ৩ শতাংশ, বা ১১ হাজার ৯৫৬ জন। এরমধ্যে মারা যান ১৫ দশমিক ছয় শতাংশ বা ছয় হাজার ৫৮২ জন। এই রোগে প্রতিদিন গড়ে মারা যান ১৮ জন নারী।