এক দুদিন করে কখন যে চলে গেছে সাতটি বছর। বট, বকুল, কৃষ্ণচূড়া, ঘাসফুল, কলাবতী আর পুকুরের স্বচ্ছ পানির নিচে নিজের ছায়া সবকিছু যেনো হৃদয়ের গহীনে ভালোবাসায় মোড়ানো রত্ন রাজি। আমাদের সময়টা ছিলো সত্যিকার অর্থেই সোনালী সুতোয় গাঁথা মালা। কারণ, তখনো প্রযুক্তি আমাদের গ্রাস করেনি। যেমন হৈ হৈ করে বন্ধুরা মিলে ক্লাসে যেতাম তেমনি ক্লাস শেষে করে বুড়ো বট গাছের বাঁধানো চত্বরে পা ঝুলিয়ে বসে চটপটি খেতাম।
যেদিন পড়াশোনার পাট চুকিয়ে লক্ষ্য স্মৃতি পেছনে ফেলে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আমার সঙ্গেই ইডেনের আনাচে-কানাচে পড়ে থাকা ধূলিকণাও বুঝি মন খারাপ করছে। কখনো কি ফেরা হবে আর! যেদিন শিক্ষক হয়ে পা রাখলাম চিরচেনা ইডেনে মনে হলো যেনো আবারো স্বর্গে ফিরে এলাম।
সঞ্জিতা নাসরীন, শিক্ষক, গণিত বিভাগ