দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : জরুরি ইমেইল এসেছে, কিন্তু আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে ইন্টারনেট কাজ করছে না। এমন পরিস্থিতিতে কি করবেন বুঝতে পারেন না অনেকে। তবে এমন একটি উপায় আছে, যাতে আপনি ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন। একেবারে অফলাইন মোডে জিমেইলে অ্যাক্সেস করতে পারবেন।
অফলাইন মেইল চালু করুন
* প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে জিমেইল খুলুন। কারণ এই মোড অন্য কোনো ব্রাউজারে কাজ করবে না।
* এরপর ওপরের ডানদিকের কোণায় সেটিংসে ক্লিক করুন।
* সেটিংস অপশন সিলেক্ট করে অফলাইন ট্যাপে ক্লিক করতে হবে।
* এই চেকমার্কের পর অফলাইন ইমেইল বক্স দেখতে পাবেন।
* এরপর আপনি অ্যাক্সেসের জন্য যেই দিনের ইমেইল সিঙ্ক করতে চান তা সিলেক্ট করুন।
* আপনি অফলাইন ডেটা রাখতে চান নাকি বাদ দিতে চান, সেই অপশন দেখানো হবে।
* এরপর অফলাইনের এনাবল অপশন সিলেক্ট করে সেভ চেঞ্জস ক্লিক করুন।
অফলাইনে জিমেইল অ্যাক্সেস করবেন যেভাবে
* আপনি যখন অফলাইন থাকবেন, তখন একটি ক্রোম ব্রাউজারে mail.google.com খুলুন।
* এখানে অফলাইন মোডের মেসেজ কনফার্ম করতে হবে।
* এরপর আপনি আপনার ইনবক্স ব্রাউজ করতে পারবেন।
* অফলাইন মোডে আপনার মেইলগুলো সার্চ করতে পারবেন। সেসব মেইল পাবেন যেগুলো অফলাইনে সিঙ্ক করা হয়েছিল।
* মেইল ডাউনলোড করতে পারবেন না। তবে অফলাইন মোডে দেখা যাবে।