২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি এবং নেপালি শিক্ষার্থীদের রেক্টর বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস মুহাম্মদিয়াহ পুরওকারতো (ইউএমপি)। বিশ্ববিদ্যালয়টি দুটি দেশের শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য উন্মুক্ত করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস।
দূতাবাসের বার্তায় জানানো হয়, বাংলাদেশি বা নেপালি শিক্ষার্থীদের মধ্যে যারা বৃত্তি খুঁজছেন আপনার জন্য একটি ভালো খবর আছে। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভাতে ইউনিভার্সিটাস মুহাম্মদিয়াহ পুরওকারতো বর্তমানে রেক্টর স্কলারশিপ ২০২৩-এর জন্য আবেদন নিচ্ছে। রেক্টর স্কলারশিপ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রোগ্রামে স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্য উন্মুক্ত।
আবেদনকারীদের অবশ্যই আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।
বৃত্তি সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে www.international-pmb.ump.ac.id বা ই-মেল [email protected] বা Whatsapp +6285227540222/ কল সেন্টার +628112901126 এ যোগাযোগ করার অনুরোধ করেছে দূতাবাস।