ইবতেদায়ি প্রধান নিয়োগ দেবে কমিটি, অভিজ্ঞতা লাগবে না নিবন্ধিতদের

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

মাদরাসার ইবতেদায়ি প্রধান পদের নিয়োগ কার্যক্রম চালাবে সংশ্লিষ্ট মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। তবে এ পদে নিয়োগ পেতে নিবন্ধন সনদধারী প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এ পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা বিদ্যমান নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি মৌলভী পদে আট বছরের অভিজ্ঞতা ছাড়াই ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারবেন। এ পদের নিয়োগ  আর বিদ্যামান এমপিও নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি প্রধান পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে। 

এসব তথ্য জানিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার ওই পরিপত্রটি মাঠ প্রশাসন, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সব মাদরাসার প্রধানকে পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসাইন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ এনটিআরসিএ না কমিটির মাধ্যমে হবে তা নিয়ে কনফিউশন ছিলো। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে এ পদে নিয়োগ দেবে কমিটি। তবে যারা এ পদে নিবন্ধন সনদ অর্জন করেছিলেন তাদের আর আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে না। তারা সরাসরি কমিটির নিয়োগ কার্যক্রমে অংশ নেবেন। আর মাদরাসার নিয়োগের সব প্রক্রিয়া মেনে এ পদে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, বেসরকারি মাদরাসার এমপিও নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি প্রধান নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে। তবে, যেসব প্রাথী ইতোমধ্যে এ পদে এনটিআরসিএর সনদ লাভ করেছেন, তাদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এ পদে যথাযথ প্রক্রিয়া নিয়োগ কার্যক্রম চালাবেন। 

গতকাল বুধবার জারি করা ওই পরিপত্রটি বৃহস্পতিবার সব ডিসি, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সব মাদরসার অধ্যক্ষ ও সুপারদের পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মাঠ প্রশাসন, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও মাদরাসা প্রধানদের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  

২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বরে জারি হওয়া মাদরাসার এমপিও নীতিমালা অনুসারে ইবতেদায়ি প্রধান পদে ফাযিল বা সমমান ডিগ্রির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আর এ পদে নিয়োগে ইবতেদায়ি মৌলভী পদে আট বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। বয়স হতে হবে অনুর্ধ্ব ৩৫ বছর। তবে, সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

জানা গেছে, মাদরাসার ইবতেদায়ি প্রধান পদটি আগে এন্ট্রি লেভেলের শিক্ষক পদ হিসেবে বিবেচিত ছিলো। এ পদে নিয়োগ পেতে বেশ কিছু প্রার্থীকে ইতোমধ্যে নিবিন্ধত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বরে জারি হওয়া মাদরাসার এমপিও নীতিমালায় ইবতেদায়ি প্রধান পদটি প্রশাসনিক পদ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এতে ওই পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার ক্ষমতা হারায় এনটিআরসিএ। প্রশাসনিক পদ হিসেবে ওই পদের নিয়োগ কার্যক্রম প্রতিষ্ঠান পরিচালনা কমিটির তত্ত্বাবধায়নে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। নীতিমালায় এ ঘোষণার পর থেকে ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ কার্যক্রম চালায়নি এনটিআরসিএ। অপরদিকে এনটিআরসিএ নিয়োগ কার্যক্রম না চালানোয় ইবতেদায়ি প্রধান পদে ইতোমধ্যে নিবন্ধিত প্রার্থীরা হতাশ হয়ে পড়েছিলেন। 


শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0035309791564941