দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ৪ হাজার ৪২৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার হালনাগাদ তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ৩০ মে’র মধ্যে এ হালনাগাদ তথ্য পাঠাতে হবে।
সোমবার (১৩ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাকির হোসাইন স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও মেট্রোপলিটন এলাকার মধ্যে থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদরাসাসমূহের বিদ্যমান অবস্থা, শিক্ষক ও শিক্ষার্থী ইত্যাদির হালনাগাদ তথ্য সরেজমিন পরিদর্শন করতে হবে। নিম্নোক্ত 'ছক' মোতাবেক উপযুক্ত প্রমাণসহ স্বয়ং-সম্পূর্ণ তথ্য ৩০ মে মধ্যে উপজেলাভিত্তিক গুগল ডক্সে ( https://forms.gle/tA7X2XvAjegahLfFA) প্রয়োজনীয় তথ্যসহ ডকুমেন্টস সংযুক্ত করে পাঠাতে হবে।
এছাড়াও বর্ণিত মাদরাসাসমূহ ছাড়াও অতিরিক্ত প্রতিষ্ঠান থাকলে উক্ত প্রতিষ্ঠানসমূহ সরেজমিন পরিদর্শন করে তথ্য পাঠাতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।