ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল। নির্বাচনের ভোট গণণা শেষে গতকাল রোববার রাত ১১টায় ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান। নতুন কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সভাপতি ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মাসুদ।
এছাড়া সদস্য হিসেবে নির্বচিত হয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ (বিকুল), অধ্যাপক ড. মহব্বত হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান, সহযোগী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, সহকারী অধ্যাপক ফিরোজ আল-মামুন ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।
উল্লেখ্য, নির্বাচনে পুর্ণাঙ্গ প্যানেলে অংশগ্রহণ করে প্রগতিশীল (আওয়ামীপন্থী) শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সবুজ প্যানেল’। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।