ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নতুন দুই প্রক্টর হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, আমি প্রথমেই ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি দায়িত্ব পালনকালে সব দল-মতের ছাত্রদের জন্য সমানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেনো না হয় সেদিকে খেয়াল রাখবো। সবাইকে ছাত্র হিসেবেই দেখতে চাই, আমার কাছে সবাই সমান। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে যাবো। তবে আমি কাজের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।
অধ্যাপক ড. মো. আব্দুল বারী বলেন, আমি আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করবো।