ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যাংয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।
জানা গেছে, বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি জেলা অংশগ্রহণ করবে। এতে 'এ' গ্রুপে রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি। এছাড়া 'বি' গ্রুপে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলা কল্যাণ ছাত্র সমিতি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, প্রতিযোগিতার অন্যতম দিক হলো সহনশীলতা। মানুষ মাত্রই ত্রুটি-বিচ্যুতি হতে পারে। এটা নিয়ে বিতর্ক বা আরো খারাপ কিছু না করা উচিত। তোমরা যাদের বিচারক মানবে তাদের যদি ভুলও হয় সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে এই টুর্নামেন্টকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।
অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন একটা নতুন দিগন্তের সূচনা করলো। তোমাদের এই দৃষ্টান্ত অন্যান্য বিভাগও গ্রহণ করবে। খেলোয়াড়েরা সবসময় একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশকে আলিঙ্গন করে।
কোনো অবস্থাতেই যেনো টুর্নামেন্টে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। চাম্পিয়ান হওয়াটাই বড় কথা নয়। খেলায় হারজিত থাকবেই। পরাজয় হলে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে।এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ও দিনাজপুর জেলা কল্যাণ সমিতি।