দৈনিক শিক্ষাডটকম, ইবি : মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো বন্ধ হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। ছুটি শেষে ১৯ এপ্রিল যথারীতি হল খুলে দেওয়া হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান সূত্রে এ তথ্য জানা যায়।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে, তাই আমরা ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেব। তিনি জানান, ছুটিকালীন বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে দুই জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবেন এবং হল খোলার আগেই চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হবে।