ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গবেষণাগারে ডিস্টেলেশন কলাম বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, বিভাগটির কয়েকজন শিক্ষার্থী গবেষণাগারে থিসিসের কাজ করছিলো। তখন গবেষণাগারে ডিস্টেলেশন কলাম অত্যাধিক হিট হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে থাকা পেট্রোলে আগুন লেগে যায়। এতে গবেষণাগারে থাকা কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। এ সময় এক শিক্ষার্থী অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায়। এ ঘটনায় বিভাগটির স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন, নুরে তাবাসসুম, রকিবুল ইসলাম এবং আনিকা খাতুন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজা বলেন, ল্যাবে শিক্ষার্থীরা থিসিসের কাজ করার সময় ডিস্টেলেশন বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এটি একটি আকষ্মিক দুর্ঘটনা। এতে তিনজন শিক্ষার্থী আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সকলেই এখন সুস্থ আছেন।