নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২০২৩ খ্রিষ্টাব্দের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইয়ং ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ইয়ং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ৫০ বছর বা তার চেয়ে কম বয়সী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত। গত ৩ জুলাই এ র্যাঙ্কিং প্রকাশিত হয়। এ বছরের র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিষয়, যেমন, শিক্ষাদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ১৩টি সূচক ব্যবহৃত হয়েছে।
২০২৩ খ্রিষ্টাব্দের ইয়ং ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয় তথ্য সরবরাহ করে। বিশ্বের ৬০৫টি তরুণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে শুধুমাত্র এনএসইউ ২০১-২৫০ ব্যান্ডে র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতার মানদণ্ড পূরণ করেছে।
এ কৃতিত্ব অর্জনের জন্য এনএসইউ পরিবারকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আরো ভাল ফল প্রত্যাশা করি। এনএসইউ আগামী বছরগুলোতে আরও গৌরব অর্জন অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২০২৩ খ্রিষ্টাব্দের টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটি র্যাংকিংয়ের সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন : https://www.timeshighereducation.com/world-university-rankings/2023/young-university-rankings
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।