মাসিক আড়াই লাখ টাকা বেতনে আমেরিকার 'ইলিনয় বিশ্ববিদ্যালয়ে' পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছেন স্বর্ণা পাল তিশা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট প্রোগ্রামের পরিচালক ড. মিগ্যান ম্যাহোনি কর্তৃক পাঠানো এক ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইমেইলে বলা হয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের শিক্ষার্থী স্বর্ণা পাল তিশা 'কম্পারেটিভ বায়োসায়েন্স ডিপার্টমেন্টে' পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছেন। এবং তিশাকে ২০২৪ সালে রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে মনোনীত করার বিষয়ে জানানো হয়, যেখানে তার কাজের জন্য মাসে ২৫০০ ডলার মজুরি হিসেবে প্রদান করার বিষয়টি উল্লেখ করা হয়। যা হিসেব করলে বাংলাদেশি টাকায় ২ লাখ ৭০ হাজার ৫৬০ টাকা।
এ বিষয়ে স্বর্ণা পাল তিশা জানান, আমাকে মনোনীত করার জন্য আমার রিসার্স অ্যাডভাইজর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এক্ষেত্রে আমার শিক্ষক ও পরিবারের সমর্থন উল্লেখযোগ্য।
বিভাগীয় শিক্ষার্থীর সফলতার বিষয়ে সভাপতি মো. শাহাবউদ্দীন বলেন, প্রতিটা শিক্ষার্থীর সফলতা যেমন শিক্ষকদের জন্য আনন্দদায়ক তেমনি তা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। এই অনুপ্রেরণার আরেক নাম স্বর্ণা। তিনি বলেন, খুব সম্ভবত স্বর্ণা বশেমুরবিপ্রবিতে অনার্স শেষ করে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে যায়। তবে স্বর্ণা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও ছিল দক্ষ। তাই আমি শিক্ষার্থীদের বলব, তোমরা স্বর্ণাকে অনুসরণ কর।