ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২২ এর ফলাফল ঘোষণা করেন।
তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যথাসময়ে পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশ একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করে শিক্ষার্থীদের সেশনজট মুক্ত করে যথাসময়ের মধ্যে সনদ দেয়ার আশা ব্যক্ত করেন। পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান ভাইস-চ্যান্সেলর।
পরীক্ষা নিয়ন্ত্রক একেএম, আক্তারুজ্জামান অনুষ্ঠানিকভাবে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল ভাইস-চ্যান্সেলরের হাতে তুলে দেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২২ এর ১ম পর্বে পরীক্ষার্থী ২৩ হাজার ৪৫৭ জন এবং ২য় পর্বে পরীক্ষার্থী ১৯ হাজার ৯৯০ জন অংশগ্রহণ করেন। ১ম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০ জন, পাসের হার ৯১.৬৬ শতাংশ। ২য় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৪১ জন, পাসের হার ৯৭.২৫ শতাংশ। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।