ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর সঙ্গে ইসলামিক ফাউন্ডোশন ইউকে'র শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার ঢাকার একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইআইইআর ও ইসলামিক ফাউন্ডেশন ইউকে’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন এবং ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃটিশ আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান, বৃটিশ উইমেন ইন্টারফেইথ নেটওয়ার্কের প্রধান সীমা হক, বিআইআইটির পরিচালক ড. এম.আবদুল আজিজ, উপ-পরিচালক ড. শহীদুল হক, কামিয়ার প্রকাশনীর পরিচালক হেলাল উদ্দিন।
চুক্তি স্বাক্ষরের পর ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় দুইয়ের সহযোগিতার ক্ষেত্র চিহিৃত করে অতি দ্রুত যৌথভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হন।
উল্লেখ্য, দুই প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা, ইসলামফোবিয়া, ইনডেক্স জার্নাল, কনফারেন্স, ইন্টারফেইথ, ইসলামিক স্কলার বিনিময় ও রিলিজিয়সিটির বিষয়ে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।