পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ‘বিশ্বভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর অবদান’-শীর্ষক এক সেমিনার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার হয়।
সেমিনারে ঢাকা মহানগরের মাদরাসাগুলো থেকে শতাধিক অধ্যক্ষসহ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
এর আগে ১৬ সেপ্টেম্বর সারা দেশে মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়েছিলো, পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সব মাদরাসায় হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার।