ঈদের ছুটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি-ওয়ার্কশপ ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আগামী ২৫ জুন থেকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক জিয়াউদ্দীন আল মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ঈদুল আজহার উপলক্ষে ছুটিকালীন কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ছুটিতে দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করে তা বাস্তাবায়নে ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালককে জানাতে বিশেষভাবে বলা হলো।
জানা গেছে, অধিদপ্তর থেকে জারি করা আদেশটি সব টিটিসি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভিটিটিআই, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধক্ষদের পাঠানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।