দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ভারতের মহেন্দ্রগড়ে স্কুল বাস দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীর নিহতের পর প্রশ্ন উঠেছে ঈদে সরকারি ছুটির দিন কেনো স্কুল খোলা থাকলো তা নিয়ে। এ ছাড়াও বাসটির ফিটনেসের মেয়াদ ২০১৮ খ্রিষ্টাব্দে শেষ হলেও এখনো ব্যবহার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এদিকে এ ঘটনায় এরই মধ্যে রাজ্যের সড়ক পরিবহন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এনডিটিভির পরিবেশিত প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীর মৃত্যুর পর প্রশ্ন উঠেছে ঈদে স্কুল খোলা রাখার বিষয়টি নিয়ে। স্কুল বাসটির চালক মাতাল ছিলো। যার ফলে, একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা গটে। এ দুর্ঘটনায় আহত হয় আরো ২০ জন।
রাজ্যের শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা বলেন, কেনো ছুটির দিনে স্কুল চলছে তা জানতে তদন্ত করা হচ্ছে। স্কুলটি আজ বন্ধ করা উচিত ছিলো এবং ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
আরো পড়ুন: মদ্যপ ছিলেন চালক, স্কুলবাস উল্টে ৬ শিক্ষার্থী মৃত্যু
তিনি বলেন, আজ স্কুল খোলা উচিত ছিলো না। কারণ এর আগেই আমরা স্কুল বন্ধের নোটিশ দিয়েছি। এছাড়াও বেসরকারি স্কুলের যানবাহনের ফিটনেস নিয়েও তদন্ত চলছে।