পবিত্র ঈদুল আজহার দিন ফের রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ। বিশেষ বিজ্ঞপ্তি জারি করে আবেদনের সুযোগ দেয়ার দাবিতে ১৭ জুন সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পরিকল্পনার কথা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন তারা।
রাজ্জাকুল হায়দার, হামিদুর রহমান রন, আব্দুর রহিম বলেন, ঈদের ছুটির সময় চলবে মানববন্ধন।
দাবি না মানলে ঈদের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান তারা । এর আগে তারা রিট ব্যবসায়ীদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর দালাল ও কয়েকটি টিভির ক্যামেরাম্যানরা মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা আদায় করেছে। কিন্তু সব হারিয়ে তারা আবার রাজপথেই ফিরে এসেছেন।
উল্লেখ্য-এর আগে, একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে ও এনটিআরসিএ কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।