বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করে আবেদনের সুযোগ দাবিতে ঈদের দিন মানববন্ধন করেছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের বাধায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ।
সোমবার (১৭ জুন) সকালের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭তম নিবন্ধন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন করেন বলে দাবি করেন তারা। এই ছবিটি দৈনিক শিক্ষার অফিসে পাঠিয়েছেন তারা।
আর তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার হলেও আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধন করছেন তারা। দাবি না মানলে ঈদের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বৃহত্তর আন্দোলন করবেন।
দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, এর আগে তাদের একাংশ রিট ব্যবসায়ীদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর দালাল ও কয়েকটি টিভির ক্যামেরাম্যানরা মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা আদায় করেছে মর্মেও অভিযোগ পাওয়া গেছে। এদের একাংশ মনে করতেন টিভির সংবাদে দেখালেই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক অংশ মনে করতেন রিট করলেই হয়ে যাবে। আরেক অংশ জামাতপন্থী একটা কিছু নামধারী অনলাইন সাংবাদিকের খপ্পরে পড়েছেন। সেইসব সাংবাদিকরা প্রশাসন ও মূলধারার সাংবাদিকদের কাছে চিহ্নিত দলবাজ। সব জায়গায় ঠেকেঠুকে এই নিয়োগপ্রত্যাশীরা আবার রাজপথেই ফিরে এসেছেন।
উল্লেখ্য-এর আগে, একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে ও এনটিআরসিএ কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন ১৭তম নিবন্ধিত ও ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।