দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়ক পথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব, অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ–খবর রাখেন। চলতি বছরে একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝে মধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব, অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন।
চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।