বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১ হাজার ২৭০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১ হাজার ২৮ জন এবং কলেজের ১৪২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এ বি এম রেজাউল করীম।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২২৮, চট্টগ্রামের ৮৭, কুমিল্লার ৭২, ঢাকার ৩১, খুলনার ১৪২, ময়মনসিংহের ১১৪, রাজশাহীর ১৬১, রংপুরের ২৪৫ এবং সিলেটের ৪৮ জন রয়েছেন।
অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১০, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ১৭, ঢাকার ১৪, খুলনার ১৮, ময়মনসিংহের ৬, রাজশাহীর ৪১, রংপুরের ১৫ ও সিলেট অঞ্চলের ৪ জন রয়েছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।