বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৯৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।
এদের মধ্যে স্কুলে ৮ হাজার ৫২০ জন এবং কলেজের ২ হাজার ৩৭৪ জন শিক্ষক রয়েছেন। গত দু্ই মাসে বিধি মোতাবেক নিয়োগ পেয়ে এমপিওভুক্তির জন্য তারা সবাই অনলাইনে আবেদন করেছিলেন।
একই সঙ্গে ২ হাজার ৯২৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ১৫৪ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। মহাপরিচালক এতে সভাপতিত্ব করেন। এমপিওভুক্তির যাবতীয় ভুল-ভ্রান্তির দায় মহাপরিচালকের।
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৯২৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৪৭৯ জন এবং কলেজের ৪৪৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩৫, চট্টগ্রামের ২২৪, কুমিল্লার ১৩৩, ঢাকার ১১, খুলনার ৪২২, ময়মনসিংহের ৩২০, রাজশাহীর ৬৩৩, রংপুরের ৮২ এবং সিলেটের ১১৯ জন রয়েছেন।
অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৬, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৩৪, ঢাকার ৫৩, খুলনার ৩৫, ময়মনসিংহের ১৫, রাজশাহীর ১৮১, রংপুরের ৩৬ ও সিলেট অঞ্চলের ৮ জন রয়েছেন।