২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভারসন), দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের তথ্য জরুরিভিত্তিতে জানানোর নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
গত মঙ্গলবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভারসন), দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের তথ্য প্রয়োজন। আপনার অধীনস্থ জেলা, উপজেলা, থানা শিক্ষা অফিস, বিদ্যালয়ে কী পরিমাণ পাঠ্যপুস্তক উদ্বৃত্ত আছে তার শ্রেণি ভিত্তিক ও বিষয়ভিত্তিক তথ্য জরুরিভিত্তিতে এনসিটিবিকে ই-মেইলে ([email protected]) জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।