দৈনিক শিক্ষাডটকম, শ্রীপুর : বঙ্গবন্ধুর আদর্শকে মেনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে। এতে নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অন্য কোনো জায়গায় যাওয়ার চেয়ে আমার আব্বার সঙ্গে যারা যুদ্ধ করেছেন তাদের সঙ্গে দেখা করা বড় দ্বায়িত্ব মনে করেছি।
সেই উপলব্ধি থেকেই আজকে আপনাদের কাছে এসেছি যদিও অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিলো। কোনো কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না। যারা মা-বাবা হারিয়েছেন, শহীদ পরিবার তাদেরও কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ করতে পারবো না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল বিএ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, সহকারী কমিশনার (ভূমি) আল- মামুন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেন এবং কল্যাণ ট্রাস্টে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেন।