শিশুকল্যাণ ট্রাস্টের অধীনস্ত ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি পাবে। এ লক্ষ্যে ‘উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২১’ ও ‘প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন অপারেশনাল ম্যানুয়েল-২০২১’ সংশোধন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিশুকল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার হালদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইতোমধ্যে শিশুকল্যাণ ট্রাস্টের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজস্ব
শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে এবং মেয়েশিক্ষার্থীদের ক্লাসে ধরে রাখার জন্য উপবৃত্তি চালু হয়। এখন প্রায় ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে সরকার। এই উপবৃত্তির অর্থ পেত না শিশুকল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ৩১ হাজার ৮৫০ শিক্ষার্থী। তবে প্রতিবছর শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। একবার বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা অধ্যয়নের ধারাবাহিকতা রক্ষা ও বার্ষিক সন্তোষজনক ফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি সুবিধা পায়। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাসিক মেধা কোটায়
৭শ টাকা ও সাধারণ কোটায় ৬শ টাকা হারে বৃত্তি দেওয়া হয়।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষায় ভর্তির হার ৯৭.৯৬ এবং ঝরে পড়ার হার ১৯.২ শতাংশ। বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা ঝরে পড়ে। অতিদরিদ্র, শ্রমজবী অন্যতম কারণ। শিশুকল্যাণ ট্রাস্টের লক্ষ্য এসব ঝরে পড়া ছাত্রছাত্রীরা। এ জন্য ১৯৯২ সালে শিশুকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।