প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের টাকা বাউন্সব্যাক করা অ্যাকাউন্টের তথ্য ওয়েবঅ্যাপে সংশোধন করার নির্দেশনা দেয়া হয়েছে। এসব অ্যাকাউন্টগুলো সংশোধনের জন্য ১৪ অক্টোবরের মধ্যে কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুসরণ করে হালনাগাদ করতে হবে।
রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্যান্য তথ্যের অসংগতির কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক হয়েছে। যে সব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা রিটার্ন বা বাউন্সব্যাক হয়েছে তাদের অনুকূলে আবার টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর/প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন।
ভুলের কারণগুলো যাচাই করে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর-সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আগামী ১৪ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তথ্য সংশোধন-হালনাগাদ করতে হবে।
উল্লেখ্য, একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে-একাধিকবার বাউন্সব্যাক থাকলে যেকোনো একটি পেমেন্ট চক্র সংশোধন-হালনাগাদ করলেই অন্যান্য পেমেন্ট চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই। শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে-একাধিক বার সংশোধন করার প্রয়োজন নেই।