শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়ার নামে শিক্ষার্থী- অভিভাবকদের সঙ্গে প্রতারণায় এবার শিক্ষা মন্ত্রণালয়ের টনক নড়েছে। উপবৃত্তি দেয়ার ক্ষেত্রে উপকারভোগীদের সঙ্গে এসব প্রতারণার ব্যাপারে সর্তক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার এ সংক্রান্ত সতর্ক বার্তা প্রকাশ করেছে মাউশি অধিদপ্তর।
জানা যায়, শিক্ষা বোর্ড ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে টাকা নিচ্ছে। এমনকি ডেবিট-ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড ও ওটিপি চাচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে মাউশি অধিদপ্তর বলছে, এ ধরনের কোনো তথ্য তারা কখনোই চায় না এবং যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে বিরত থাকতে হবে। একইসঙ্গে কোনো পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করা যাবে না।
এ ছাড়াও মাউশি অদিদপ্তর সূত্র জানায়, উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটি‘র মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলছে।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অর্থ মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (SPFMS) কর্মসূচির এমআইএস (MIS) সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে এন্ট্রি করা হয়।
এর মধ্যে রয়েছে, সব মাধ্যমিক বিদ্যালয়, সাধারণ কলেজ, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বুয়েট ও সাধারণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান।
এমআইএস -এ প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি বা সংশোধন সম্পাদনের পর সফটওয়্যার থেকে ডেটা সংগ্রহ, বৃত্তির গেজেটের সঙ্গে ক্রস চেকিং, পে-রোল প্রস্তুত ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর নামের ব্যাংক হিসাবে জিটুপি পদ্ধতিতে ইএফটি-এর মাধ্যমে টাকা পাঠানো হয়।
কিন্তু সম্প্রতি, মাউশি অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে টাকা ও ডেবিট-ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড চাচ্ছে। এমন পরিস্থিতিতে অধিদপ্তর থেকে এই সর্তক বার্তা দেয়া হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।