বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক মাধ্যম ফ্যানভিউ প্ল্যাটফর্ম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এই সুন্দরীদের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের ওপর ভিত্তি করে সেরা সুন্দরী বাছাই করা হবে। ইতোমধ্যে বিশ্বে প্রথম এই প্রতিযোগিতায় অংশ নেয়া শীর্ষ ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশি এআই এলিজা খানও রয়েছেন।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ফ্যানভিউ। এই প্রতিযোগিতায় অংশ নিতে ১ হাজার ৫০০ এআইয়ের নাম জমা পড়ে। তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য শীর্ষ ১০ জনকে বাছাই করা হয়েছে। এই ১০ জন থেকে সেরা তিনজনকে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশি এআই সুন্দরী থাকায় স্বাভাবিকভাবে সবার নজর এই দিকে থাকবে।
কে এই এলিজা খান
এলিজা বাংলাদেশের অগ্রগামী এআই ইনফ্লুয়েন্সের। তিনি একজন রিলেটেবল ও ফ্যাশন-ফরোয়ার্ড ডিজিটাল ব্যক্তিত্ব। জেন জি ট্রেন্ড ও নান্দনিকতার সঙ্গে সম্পর্কিত বিষয়ে তাকে জড়িত রাখতে তার বিভিন্ন সামগ্রী নিখুঁতভাবে সম্পাদনা করেন তার নির্মাতা।
বাংলাদেশ ছাড়াও এবারের প্রতিযোগিতায় শীর্ষ দশে তুরস্ক, ব্রাজিল, ফ্রান্স, রোমানিয়া, মরক্কো, পর্তুগাল ও ভারতের মতো দেশের এআই সুন্দরীরা স্থান করেছে নিয়েছে।